আমের চারা রোপণ করবেন কীভাবে?
এখন বর্ষাকাল৷ কৃষক/বাগান-বিলাসীরা বগিচা রচনায় হাত দিয়েছেন। বর্ষার মরশুমেই বাগান রচনা করার আদর্শ সময়। চাষে আয় বাড়াতে ফলের বাগান করা বেশ বুদ্ধিমানের কাজ, ঝামেলাও কম। সেই বাগানে প্রথম আট-দশ বছর নানান সাথী ফসল চাষ করা...